সেপ্টেম্বরে প্রথম ২২ দিনে বাংলাদেশে ২ দশমিক শুন্য ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। ফলে এই বছর সেপ্টেম্বরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরে একই সময়ে এই পরিমাণ ছিল ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এ অর্থবছরে এখন পর্যন্ত অতিরিক্ত এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রেকর্ড ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এসেছে...