দেশের বাজারে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ। টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে তিন দফা বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে, যা আজ বুধবার থেকে কার্যকর হবে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আজ থেকে ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে এক লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় বিক্রি হবে। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৮৬ হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার ৩৫১ টাকা। যেখানে গতকাল (মঙ্গলবার) প্রতি ভরি ২২ ক্যারেট...