এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন বোনার দারুণ এক সুযোগের সামনে দাঁড়িয়ে টাইগাররা।হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে লিটন দাসের দল। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।আজ ভারতের বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন মুস্তাফিজরা। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে...