দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৮ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার হুয়ালিয়েনের উপকূলে আছড়ে পড়ে রাগাসা। ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি এই অঞ্চলেই। লি কুয়ান-তিং বলেন, আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, ঝড়ে হুয়ালিয়েনে ১৪ জন নিহত, ১৮ জন আহত এবং অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। রয়টার্স জানিয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ানসহ দক্ষিণ চীন সাগরের তীরবর্তী স্বায়ত্তশাসিত দ্বীপ হংকংয়েও ব্যাপক ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। সোমবার থেকেই হংকংয়ে ১০ নম্বর সতর্কতা জারি ছিল। ফিলিপাইন, চীন ও তাইওয়ানের বিজ্ঞানীরা জানান, দক্ষিণ চীন সাগরের নিম্নচাপ থেকে...