এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ভারতকে হারাতে পারলে ফাইনাল খেলার পথে একধাপ এগিয়ে যাবে টাইগাররা। দুর্দান্ত ফর্মে থাকা ভারত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে প্রশংসায় ভাসিয়েছে টাইগার পেসার মুস্তাফিজকে।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের হয়ে এদিন হাজির হন দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। জানান, বাংলাদেশকে একটুও হালকাভাবে নিচ্ছে না ভারত। তিনি বলেন, 'পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। অ্যানালাইসিস করে দেখেছি, কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম। আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে।’চলমান এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে...