রিয়াল মাদ্রিদের মৌসুমটা যেন একেবারেই রূপকথার শুরু। টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে শীর্ষে অদম্য তারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে লা লিগায় লেভান্তের মাঠে ৪-১ গোলের দাপুটে জয়ে উজ্জ্বল হয়ে উঠলেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র আর আর্জেন্টাইন কিশোর ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। প্রথমার্ধেই ম্যাচ নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ২৮ মিনিটে বাম দিক থেকে কেটে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে দূরের কোণে বল জড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়র। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর এই গোল যেন তার ক্ষুধার নিখুঁত প্রতিদান।আরো পড়ুন:২০৩১ সাল পর্যন্ত বার্সায় ইয়ামাল, হলেন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়বিদায়ী রাতে নতুন যুগের ইঙ্গিত রিয়ালের ২০৩১ সাল পর্যন্ত বার্সায় ইয়ামাল, হলেন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় রিভার প্লেট থেকে আসা মাত্র ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর জন্য রাতটা হয়ে উঠল স্মরণীয়। ৩৮ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তার শট সোজা...