এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে সবচেয়ে অনিশ্চয়তায় ছিলো বাংলাদেশ। নিজেদের ভাগ্য ফেরাতে অন্য দলের জয়-পরাজয়ের হিসাব মেলাতে হয়েছে। সেই বাংলাদেশই এখন ফাইনালের স্বপ্ন দেখছে। প্রথম ম্যাচে লংকা বধ করে টাইগারদের সম্ভাবনার পালে লেগেছে জোর হাওয়া। এবার সামনে ভারত, টুর্নামেন্টে যারা হট ফেভারিট। একটাও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। তারপরও আত্মবিশ্বাসের কমতি নেই বাংলাদেশের কোচ ফিল সিমন্সের। তিন দিনের বিরতিতে ভারত বধের পরিকল্পনা এঁটেছে টিম টাইগার্স। পালা এবার মাঠে তা প্রয়োগের। টুর্নামেন্টে বাংলাদেশই একমাত্র দল, যাদের পরপর দুই দিন খেলতে হবে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থা ভারতের। গ্রুপ পর্যায় থেকে...