২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। জোটের মহাসচিব মার্ক রুটে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে এমন পদক্ষেপ নিলে ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত থাকবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ন্যাটো মহাসচিব মার্ক রুটে মস্কোর উদ্দেশ্যে সতর্কবার্তা দেন। তার মতে, এ ধরনের আকাশসীমা লঙ্ঘন একদিকে বিপজ্জনক, অন্যদিকে এটি রাশিয়ার ইচ্ছাকৃত কর্মকাণ্ড অথবা সামরিক অযোগ্যতার প্রমাণ। এর আগেও রাশিয়া পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। রুটে বলেন, “জোটটি মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না।” তিনি জোর দিয়ে উল্লেখ করেন, যদি আবার এমন ঘটনা ঘটে, তবে ন্যাটো নিশ্চিতভাবেই তার সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নেবে। শুধু এস্তোনিয়া...