তাইওয়ানে শক্তিশালী সুপার টাইফুন রাগাসার আঘাতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১২০ জন নিখোঁজ রয়েছেন। এদিকে এ ঘটনায় হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে শক্তিশালী সুপার টাইফুন রাগাসার সৃষ্টি হয়েছে। এটি তাইওয়ানে আঘাত হাতে। এতে দেশটিতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন এবং ১২০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হংকং কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এছাড়া দেশটিতে শত শত ফ্লাইট বন্ধ রয়েছে এবং স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩ লাখ...