লা লিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে জাবি আলোনসোর দল। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল তারা। ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে প্রথম গোল করেন তিনি। দুই মিনিট পর আর্দা গুলারের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যক্তিগত দ্বিতীয় এবং মৌসুমের সপ্তম লিগ গোল তুলে নেন তিনি। এর আগে ১৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক শটে এগিয়ে যায় রিয়াল। বক্সের বাইরে থেকে বাইরের পায়ে মারা শটে জালের কোণে বল জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার। কিছুক্ষণ পরই সতীর্থ ফ্রাঙ্কো মাস্তানুয়োনোকে অ্যাসিস্ট করেন তিনি। আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড ভলি শটে জালের ছাদে বল জড়িয়ে নিজের প্রথম...