বায়ু দূষণ বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দ্রুত নগরায়ণ, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ইটভাটা, বিদ্যুৎকেন্দ্রসহ নানা মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সূক্ষ্ম কণা (PM2.5 ও PM10) বেড়ে যাচ্ছে। এসব দূষণকারী পদার্থ দীর্ঘমেয়াদে মানুষের শ্বাসযন্ত্র, হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ বায়ু দূষণজনিত কারণে মৃত্যুবরণ করছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো বর্তমানে বায়ু দূষণের ভয়াবহ মাত্রায় ভুগছে। বায়ু দূষণের মাত্রা বোঝার জন্য এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি বাতাসে বিদ্যমান দূষণকারীর ঘনত্বের ভিত্তিতে বায়ুর মান নির্ধারণ করে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) যত বেশি, স্বাস্থ্যঝুঁকিও তত বেশি। বিশেষ করে শিশু, বয়স্ক, হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য এই...