নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে বর্তমানে ব্যাপক অনিয়ম, লুটপাট এবং খেলাপি ঋণের উল্লম্ফনের কারণে তীব্র সংকট চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা দেশের ব্যাংক খাতের এই উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরেন। খেলাপি ঋণ: খেলাপি ঋণের পরিমাণ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ভিডিওতে খেলাপি ঋণ ৫ লক্ষ ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়া এবং খেলাপি ঋণের হার মোট ঋণের ৩০-৪০ শতাংশে পৌঁছানোর আশঙ্কার কথা বলা হলেও, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস নাগাদ ৬১টি তফসিলি ব্যাংকের খেলাপি ঋণ ২৪.১৩% এ উন্নীত হয়েছে এবং ২০২৫ সালের জুন মাস নাগাদ এটি প্রায় ৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। গোপন খেলাপি ঋণ এই অঙ্ককে ৯ লক্ষ কোটি টাকায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)...