বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ প্রক্রিয়াটি যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছ থেকে পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। আন্তরিক এই বৈঠকে প্রধান উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য ভবিষ্যৎ বাণিজ্য বাস্তবতায় সহায়ক ও অর্থবহ সিদ্ধান্ত প্রয়োজনের ওপর জোর দেন। বিশেষ করে, উন্নত বাজারে চলমান বাণিজ্য সুবিধা বা পছন্দসই প্রবেশাধিকার হঠাৎ প্রত্যাহার হয়ে গেলে যেসব দেশ ক্ষতির মুখে পড়তে পারে, তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেন ইউনূস। জবাবে ডব্লিউটিওর মহাপরিচালক এ বিষয়ে তার সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি জানান, স্বত্বাধিক চ্যালেঞ্জের মধ্যেও বৈশ্বিক বাণিজ্যের প্রায় তিন-চতুর্থাংশ এখনো...