জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি ভাষণ দিতে গিয়ে গাজাবাসীর দুর্দশার করুণ চিত্র তুলে ধরেন এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। খবর আনাদোলু ‘র। এরদোয়ান বলেন, “আজই সেই দিন, যখন মানবতার খাতিরে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আপনাদের জনগণ গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছে—এখন সাহস দেখানোর সময়।” ফিলিস্তিনকে ইতোমধ্যেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যারা এখনও স্বীকৃতি দেয়নি তাদের আর দেরি না করে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি জানান, গত ২৩ মাস ধরে গাজায় গড়ে প্রতি ঘণ্টায় একটি করে শিশু নিহত হয়েছে। “এরা কেবল সংখ্যা নয়, এরা নিষ্পাপ মানুষ,” মন্তব্য করেন তিনি। গাজায় প্রতিদিন লাখো মানুষের বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি শিশুদের...