শ্রীলঙ্কার কাছে হারলে বিদায় একরকম নিশ্চিতই হয়ে যেত। কিন্তু এই এক ম্যাচের জয়ে যেন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে পাকিস্তান। সুপার ফোর থেকে বিদায়ের দুয়ারে থাকা দল এখন আঁকছে ট্রফির ছবি আঁকছে। লঙ্কানদের বিপক্ষে জয়ের নায়ক অলরাউন্ডার হুসেইন তালাত বলছেন, প্রয়োজন তো আর স্রেফ দুটি জয়! গ্রুপ পর্বে ভারতের কাছে হারার পর সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বির কাছে হেরে যায় পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের অস্তিত্বের লড়াই। আবু ধাবিতে সেই লড়াইয়ে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রেখেছে পাকিস্তান। পাকিস্তানি বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লঙ্কানদের আটকে রাখে ১৩৩ রানে। রান তাড়ায় এক পর্যায়ে ৮০ রানে ৫ উইকেট হারালেও পরে আর কোনো উইকেট না হারিয়ে জিতে যায় সালমান আলি আগার দল। বোলিংয়ে এক ওভারে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে...