জলাবদ্ধতা যেন রাজধানীর স্থায়ী নিয়তি। সামান্য বৃষ্টি হলেই অনেক এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। যানজট, দুর্ঘটনা, রাস্তার ধস, মানুষের দুর্ভোগ—সবই হয়ে উঠেছে নিয়মিত চিত্র। অথচ ঢাকার দুই সিটি করপোরেশন গত পাঁচ বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে প্রায় হাজার কোটি টাকা। কিন্তু এ বিপুল অর্থ ব্যয়ের সুফল সাধারণ মানুষ তেমনটা অনুভব করতে পারেনি। বরং অভিযোগ উঠেছে, প্রকল্পের নামে দেখানো হয়েছে কাজ, বাস্তবে হয়েছে তার অর্ধেক, কিংবা হয়নি মোটেও।ঢাকার নগর ব্যবস্থাপনায় সমস্যা নতুন নয়। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার শহরটি আজ পরিকল্পনাহীনতার ভারে জর্জরিত। তিলোত্তমা রাজধানী গড়ার জন্য সরকার ও সংস্থাগুলো একের পর এক উদ্যোগ নিলেও বাসযোগ্য নগর হিসেবে ঢাকার পরিচয় দিন দিন প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। শহরের চারপাশের তুরাগ, বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদী একসময় ছিল ঢাকার স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ।...