বর্ষা কী এ বছর একটু বেশিই লম্বা হচ্ছে? সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেও টানা বৃষ্টি দেখে এমন প্রশ্ন অনেকেরই। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা দীর্ঘায়িত হয়নি, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মই। আবহাওয়াবিদরা জানান, এ বছর বর্ষায় বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে। ফলে মৌসুমজুড়েই প্রতি দুই-তিন দিন পরপর বৃষ্টি হয়েছে। এখনও সেই প্রবণতা চলছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ‘সাধারণত জুন-জুলাইকে মূল বর্ষাকাল ধরলেও আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল অব্যাহত থাকে। এবার বর্ষাকালে বঙ্গোপসাগরে ধারাবাহিকভাবে একটার পর একটা লঘুচাপ তৈরি হওয়ার কারণে পুরো বর্ষাকাল জুড়েই এক দুই দিন পরপরই বৃষ্টিপাত হয়েছে। দিনের হিসেবে বৃষ্টিপাতের বিরতি অপেক্ষাকৃত কম ছিল। ফলে বর্ষাপূর্ব কাল বা গ্রীষ্মকাল এপ্রিল মে থেকে শুরু করে বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পরও সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে।’ প্রচলিত ধারণার...