অ্যাশেজ সিরিজ শুরু হতে আরও দুই মাস বাকি, এর আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন দলে ফিরেছেন পেসার ম্যাথিউ পটস ও অলরাউন্ডার উইল জ্যাকস। আঙুলের চোট কাটিয়ে জ্যাকস অ্যাশেজের মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস। পটস সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে জ্যাকসের সর্বশেষ টেস্ট ছিল ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এবার ব্যাট হাতে নিজের জাত চেনাতে মুখিয়ে থাকবেন এই তরুণ অল-রাউন্ডার। অলিভার পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে করা হয়েছে দলের নতুন সহ-অধিনায়ক। চোট সারিয়ে ফিরেছেন মার্ক উড। আঙুলের ইনজুরিতে ভোগা তরুণ স্পিনার...