কয়েকবার সতর্ক করার পর অবশেষে যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিতাদেশের সিদ্ধান্ত নেয় বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। স্থগিতাদেশ পেলেও আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে কোনো বাধা নেই যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের। এমনকি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অংশগ্রহণে কোনো প্রভাব ফেলবে না। গত জুলাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন ও ‘ব্যাপক’ প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তিন মাসের সময় দিয়েছিল আইসিসি। আইসিসি স্পষ্ট করেছিল, ইউএসএসি ‘নজরদারি’র মধ্যে থাকবে। আর জুলাই থেকেই এটি কার্যকর। সে সময় যুক্তরাষ্ট্র ক্রিকেটকে দেওয়া সতর্কবার্তায় আইসিসি বলেছিল, সংস্কার কাজের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজন মনে করলে যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার অধিকার আছে তাদের। তবে দুই মাস পেরোতেই গতকাল মঙ্গলবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র...