দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে সবুজ গালিচায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি নিছক একটি খেলা নয়; এ যেন ইতিহাস পাল্টানোর এক সুযোগ, এক দারুণ লড়াই। যেখানে বাংলাদেশ স্বপ্ন দেখছে সীমা ভাঙার, আর ভারত চাইছে নিজেদের আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রমাণ করতে। ভারতের বর্তমান টি-টোয়েন্টি রূপটা যেন কোনো গল্পের নায়ক। ২০২৪ সালের শুরু থেকে তারা জিতেছে ৩৫ ম্যাচের ৩২টিতে। এ যেন পরিসংখ্যানের পাতায় রচিত দাপুটে কবিতা। পাকিস্তানের বিপক্ষে টানা জয় তাদের আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করেছে।আরো পড়ুন:মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফেরবাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরি মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরি ভারতের শক্তি শুধু ব্যাটেই সীমাবদ্ধ নয়। দুবাইয়ের ধীরগতির উইকেট তাদের...