মহালয়ার মধ্য দিয়ে দুই দিন আগেই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর মাত্র তিন দিন পরেই ষষ্ঠী। ধর্মীয় অনুশাসন মেনে পূজার সরঞ্জাম কিনতে ব্যস্ত সময় পার করছেন সবাই। এর মধ্যে শাঁখা, শঙ্খ, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, প্রদীপ, ঘণ্টা, অলংকারসহ প্রতিমা সাজানোর নতুন পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পুরান ঢাকার শাঁখারি বাজারে সরেজমিন দেখা যায়, শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত হচ্ছে পুরো এলাকা। সেখানকার কেউ পূজামণ্ডপের জন্য বাঁশের কাঠামো তৈরি করছেন, কেউ মন্দিরে ঘণ্টা বাজাচ্ছেন, কেউ দোকানে পূজার সরঞ্জাম বিক্রি করেছেন, আবার কেউ বা পূজার সরঞ্জাম কেনাকাটায় ব্যস্ত সময় করছেন। দম ফেলার সময়টুকু নেই তাদের। শাঁখারি বাজারের দোকানগুলোতে দেখা যায়, পূজা উপলক্ষে শাঁখা-শঙ্খের দোকানগুলোতে ক্রেতাদের প্রচণ্ড ভিড়। শাঁখা-শঙ্খের ব্যাপক চাহিদা। কেউ এক জোড়া আবার কেউ দুই-তিন জোড়া শাঁখাও কিনছেন। তিনশত...