পাকিস্তানের সামনে লক্ষ্যটা আহামরি ছিল না। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে আটকে যায় শ্রীলঙ্কা। এ রান পাকিস্তান অনায়াসে পেরিয়ে যাবে, সেটাই ছিল অনুমেয়। রান তাড়ায় শাহিবজাদা ফারহান আর ফখর জামানের উদ্বোধনী জুটির ঝড় সেই অনুমানকে আরও পোক্ত করে। কিন্তু দলটার নাম যে পাকিস্তান। তাদের কি আর সহজ ম্যাচ সহজে জেতা মানায়! মুহূর্তেই বিনা উইকেটে ৪৫ রান থেকে ৫৭ রানে ৪ উইকেটে রূপ নেয় পাকিস্তানের স্কোরবোর্ড। ম্যাচের উত্তেজনার পারদ উঠে যায় শীর্ষে। হঠাৎ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও পথ হারায়নি পাকিস্তান। দলটি অবশ্য পরে আরও একটি উইকেট হারিয়েছে। তবে শেষদিকে মোহাম্মদ নেওয়াজ-হোসাইন তালাতের ৬ষ্ঠ উইকেট জুটির ৪১ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানে ভর করে ইনিংসের ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের...