এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে বাংলাদেশে পা রাখছে হংকং। ৯ অক্টোবর ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-হংকং বাছাইপর্বের দুটি ম্যাচ। বাছাইপর্বের এই ম্যাচকে সামনে রেখে ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা। এদিকে অনুশীলনের শুরুতে যুক্ত হতে না পারলেও শেষের দিকে দলে যোগ দেবেন হামজা চৌধুরী ও সামিত সোম। এএফসি এশিয়া কাপকে সামনে রেখে এই মাসের শেষ দিক থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের আয়োজন। আগামী ৯ অক্টোবর হংকংয় সফরকারী দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে। এই ম্যাচ ঘিরে জাতীয় দলে তৈরি হয়েছে ব্যস্ততা। সেপ্টেম্বরের শুরুতে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে দলের সঙ্গে দলে ছিলেন না বাংলাদেশের দুই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও সামিত সোম। এবার হংকংয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারকে। জানা...