এশিয়া কাপের সুপার ফোরে একটা করে ম্যাচ খেলে জয় পেয়েছে দুই দলই। সেদিক থেকে দেখলে দুবাইয়ে আজ মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ-ভারত একই অবস্থানে। তবে এটা শুধু পয়েন্টের হিসাব। বাস্তবতা দুই দলের জন্য একেবারেই আলাদা। এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত, টানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। দুর্দান্ত খেলতে থাকা ভারত এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে না পারলে সেটাই বড় অঘটন হিসেবে দেখা হতে পারে। অন্যদিকে বাংলাদেশও এশিয়া কাপে গেছে বড় স্বপ্ন নিয়ে। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথাও বলতে শুরু করেছে। কিন্তু সেই স্বপ্ন বাস্তব করা যে কত কঠিন, সেটা সমর্থকদের মতো খেলোয়াড়েরাও জানেন। চ্যাম্পিয়ন হওয়া তো পরের ব্যাপার, ফাইনাল খেলার জন্য বাংলাদেশের আগে পেরোতে হবে ভারত ও পাকিস্তানের মতো...