ইতালিতে চাকরির সুযোগ করে দেওয়া ও সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল মঙ্গলবার রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকা থেকে চক্রের মূলহোতা ৩৫ বছর বয়সী জোসনা খাতুনকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত জোসনা খাতুন নড়াইল জেলার দলজিৎপুর গ্রামের বাসিন্দা। তিনি পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি গত ২ জুলাই দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে একই মামলায় চক্রের আরেক সদস্য মিলন...