আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও আসে নানা পরিবর্তন। বিশেষ করে ত্বক ও চুল হয়ে পড়ে বেশি সংবেদনশীল—দেখা দেয় চুলকানি, র্যাশ, সংক্রমণ বা চুল পড়ার মতো সমস্যা। ঘাম, ধুলাবালি ও আর্দ্রতার কারণে এই সময়ে ত্বক ও চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে।এই যত্নে প্রকৃতির উপহার—নিম, তুলসী ও মেহেদি—দারুণ কার্যকর। অ্যান্টিব্যাকটেরিয়াল ও পুষ্টিগুণে ভরপুর এই পাতাগুলো ত্বক ও চুলকে রাখে সুস্থ, পরিষ্কার ও প্রাণবন্ত। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই তিনটি ভেষজ উপাদান সহজেই ঘরে বসেই হতে পারে আপনার রূপচর্চার ভরসা।ত্বকের যত্নে নিম ও তুলসীর উপকারিতাবর্ষাকালে ঘাম শরীর থেকে ঠিকমতো শুকায় না। এতে ত্বকে তেলতেলে ভাব, চুলকানি, র্যাশ এমনকি ছত্রাকজনিত সংক্রমণ হতে পারে। এ সময় আঁটসাঁট পোশাক পরলে সমস্যা আরও বাড়ে।এই ধরনের সমস্যা দূর করতে নিমপাতা বা তুলসীপাতা সেদ্ধ করা পানি...