রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে কিয়েভ তার ‘মূল সীমান্ত’ ফিরে পেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে তার পূর্ববর্তী অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন তার মূল সীমান্ত ফিরে পেতে পারে। রাশিয়ার অর্থনীতি এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। ট্রাম্প লিখেছেন, “পুতিন ও রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যায় রয়েছে। এটাই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময়। রাশিয়া আসলে ‘কাগুজে বাঘ’।’’ খবর বিবিসির। ট্রাম্পের অবস্থানের পরিবর্তনকে “বড় অগ্রগতি” আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছে। যদিও এর বিস্তারিত এখনও ঠিক হয়নি। পরে ফক্স...