২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা দিন দিন আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ে প্রতিদিনই বেড়ে চলেছে নিহত ও আহতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা ফুরিয়ে আসছে, আর ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা অসংখ্য মৃতদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের কারণে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬৫ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায়ই নতুন করে আরও ৩৮ জন নিহত ও ১৯০ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মৃতদেহ এখনো সড়ক ও ধ্বংসস্তূপে পড়ে আছে, যাদের কাছে...