২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম চলতি এশিয়া কাপে ফাইনালের পথে এবার সবচেয়ে বড় বাধার মুখে বাংলাদেশ। সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টাইগারদের প্রতিপক্ষ আসরের একমাত্র অপরাজিত দল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি। হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল। এবার ভারতকে হারাতে পারলে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে খেলতে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত...