আগামী পাঁচ বছরে বাংলাদেশের খেলনা রপ্তানি আট গুণের বেশি বাড়তে পারে। ২০২২-২৩ অর্থবছরে বিশ্বের ৮৮টি দেশে সাড়ে সাত কোটি ডলারের খেলনা রপ্তানি হয়েছে। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালে রপ্তানির আকার প্রায় ৪৭ কোটি ডলারে পৌঁছাতে পারে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন ও রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় এসব তথ্য উঠে আসে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ। সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। শামীম আহমেদ জানান, ২০২৩–২৪ অর্থবছরে প্লাস্টিক খাত থেকে ২৭ কোটি ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে। একই সময়ে প্রচ্ছন্ন রপ্তানি হয়েছে প্রায় ১২০ কোটি ডলার। বর্তমানে প্লাস্টিক শিল্পের দেশীয় বাজারের আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং...