১৭২ রানের লক্ষ্য। পাকিস্তানের বিপক্ষে সেই লক্ষ্যকেই ছেলেখেলা বানিয়ে ফেলেছিলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন অভিষেক। আজকাল এমন ইনিংস নিয়মিতই খেলছেন তিনি। গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে অভিষেক ভারতের প্রথম পছন্দের ওপেনার হয়ে উঠেছেন। তাঁর কারণে দলে জায়গা হারিয়েছেন যশস্বী জয়সোয়ালের মতো ব্যাটসম্যান। দারুণ ছন্দে থাকা সেই অভিষেক আজ এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন। এশিয়া কাপে ভারতের প্রথম চার ম্যাচে অভিষেক করেছেন ১৭৩ রান। স্ট্রাইক রেট অবিশ্বাস্য—২০৮.৪৩। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভবিষ্যদ্বাণী করেছেন, আরও বহু বছর এমন ব্যাটিং চালিয়ে যাবেন অভিষেক। ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, এটা অভিষেক শর্মার আগমন নয়, এ কেবল...