ইউক্রেন নিজেদের মূল সীমানা ফিরে পেতে পারে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রুথ সোশ্যালে এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউরোপ এবং ন্যাটোর সমর্থনে রাশিয়ার অর্থনীতির ওপর চাপ তৈরি কোরে কিয়েভ তার ভূমি পুনরুদ্ধার করতে পারে বলে মত ট্রাম্পের। এসময়, ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার পর এই যুদ্ধ নিয়ে তাঁর অবস্থান পরিবর্তিত হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় পড়েছে উল্লেখ করে...