গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাধা দিচ্ছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা কখনোই চুক্তিতে বাধা দেয়নি বলে দাবি করেছে সংগঠনটি। বার্তা সংস্থার রয়টার্স এ খবর দিয়েছে। প্রতিবেদন বলছে, গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটির আরও দক্ষিণে অগ্রসর হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি অবরোধে কয়েক দিনের মধ্যেই উপত্যকার হাসপাতালগুলো জ্বালানি শূন্য হয়ে যাবে। এতে চিকিৎসাধীন বেসামরিক মানুষ নিশ্চিত মৃত্যুর...