এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। স্থানীয় সময় মঙ্গলবার মহাসচিব মার্ক রুটে এ সতর্কবার্তা দেন। রয়টার্স জানিয়েছে এসব খবর। মার্ক রুটে বলেন, জোটটি মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না। ভবিষ্যতে এমন কিছু ঘটলে, ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত অথবা সামরিক অযোগ্যতার ফল বলে মন্তব্য করেছেন রুটে। বলেন, এর আগে তারা পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে চলতি বছর তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে নরওয়ে। মঙ্গলবার একটি ড্রোন দেখা গেলে, তিন ঘণ্টার জন্য...