এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ রাউন্ডে দুদলই একটি করে ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টি-টোয়েন্টিতে ১৭ বারের মুখোমুখি দেখায় এখন পর্যন্ত ১৬ বারই জিতেছে ভারত। দুদলের লড়াইটা একপেশে হলেও সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ উত্তাপ ছড়ায় বেশ। তবে এসব নিয়ে বাংলাদেশ দল ভাবছে না, সেটা অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন জাতীয়...