স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর। সূর্যের হাসি নেটওয়ার্ক সম্প্রতি মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে এবং চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন অতিরিক্ত সুবিধাও উপভোগ করবেন।দেখে নিন সূর্যের হাসি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম:সূর্যের হাসি নেটওয়ার্কপদের নাম:মেডিকেল অফিসারব্র্যাক এনজিও-তে দুদিন ছুটিসহ কক্সবাজারে চাকরির সুযোগপদসংখ্যা:নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা:মেডিসিন এবং সার্জারি স্নাতক (এমবিবিএস) এবং বৈধ বিএমডিসি নিবন্ধনঅন্যান্য যোগ্যতা:মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরচাকরির ধরন:ফুলটাইমকর্মক্ষেত্র:ক্লিনিকেপ্রার্থীর ধরন:নারী-পুরুষ (উভয়)বয়সসীমা:উল্লেখ নেইকর্মস্থল:যে কোনো স্থানেবেতন:আলোচনাসাপেক্ষেঅন্যান্য সুবিধা:বছরে ২টি উৎসব বোনাস এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিককরুন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের...