শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর লিটন দাসদের ফাইনালে ওঠার সমীকরণ বেশ সহজই বলা চলে। তবে সহজটা আবার কঠিনও বটে। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবেন লিটনরা। ম্যাচটি জিতলেই সবার আগে ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকবে লিটনদের। অন্যথায় অপেক্ষা করতে হবে আগামীকাল পাকিস্তান ম্যাচের দিকেও।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরদিন আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন সূচিতে খেলা কঠিন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে, অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি, ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে...