শাহিন শাহ আফ্রিদি, হুসাইন তালাত ও আবরার আহমেদ মিলে শ্রীলঙ্কাকে অল্পতে বেঁধে ফেলে লক্ষ্য রাখলেন নাগালের মধ্যে। রান তাড়ায় ভালো শুরুর পর মাঝপথে খেই হারানো পাকিস্তানকে পথের দিশা দিলেন তালাত ও মোহাম্মদ নওয়াজ। সুপার ফোরে দুই ম্যাচ খেলে প্রথম জয়ের স্বাদ পেল সালমান আগার দল। মঙ্গলবার আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শেষমেশ সহজে জিতেছে পাকিস্তান। চারিথ আসালাঙ্কার দলের ছুঁড়ে দেওয়া ১৩৪ রানের সাদামাটা লক্ষ্য তারা পেরিয়ে যায় ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে। অথচ এক পর্যায়ে ৮০ রানে ৫ উইকেট খুইয়ে বেশ বিপাকে ছিল তারা। এরপর তালাত ও নওয়াজ ষষ্ঠ উইকেটে গড়েন ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি। নেট রানের রেটের সুবাদে সুপার ফোরের পয়েন্ট তালিকায় বাংলাদেশকে (+০.১২১) টপকে দুইয়ে উঠেছে পাকিস্তান (+০.২২৬)। দুই দলের পয়েন্ট সমান ২...