বড় দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)। তাদের সদস্যপদ স্থগিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিল তারা। আইসিসি বোর্ডের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের মূল কারণ হলো, সদস্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বারবার ও ধারাবাহিকভাবে আইসিসির বাধ্যবাধকতা অমান্য করেছে। এর মধ্যে রয়েছে কার্যকর একটি পরিচালনা কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়া। পাশাপাশি এমন কিছু গুরুতর পদক্ষেপ ইউএসএসি নিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্ব ক্রিকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। গত এক বছর ধরে আইসিসি এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছে। এর প্রেক্ষিতে তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি আরও জানিয়েছে, এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও...