২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম লা লিগায় রিয়াল মাদ্রিদ মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা অভ্যাস বানিয়ে ফেলেছে।একের পর এক জয় তুলে নিয়ে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে লস ব্লাংকোরা।এমাবাপের-ভিনিসিয়ুসদের ধারাবাহিক পারফম্যান্সে ছয় ম্যাচ শেষেও শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল। লেভান্তের বিপক্ষে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে জাভি আলানসোর দল। এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মাদ্রিদ। একের পর এক আক্রমণ সামলে দেন লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ান। তবে ২০ মিনিটের মাথায় ভিনিসিয়ুসের বাঁ পায়ের অনন্য ত্রিভেলা শটে জালের ঠিকানা পায় মাদ্রিদ। কিছুক্ষণ...