জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে না হলে দেশ বিপর্যয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী।তিনি বলেন, বাংলাদেশ আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিদেশি বিনিয়োগ সেভাবে আসছে না। পতিত আওয়ামী ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সংকট উত্তরণে এই মুহূর্তে জাতীয় নির্বাচন একমাত্র সমাধান।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে মিডনাইট সান রেস্টুরেন্টে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান অনুষ্ঠানে চাখারী এসব কথা বলেন।অনুষ্ঠানে বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুল দিয়ে দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিপিপির সাবেক মহাসচিব এবং ভাসানী জনশক্তি পার্টির সদ্য সাবেক মুখপাত্র ও প্রেসিডিয়াম মেম্বার মো. আবদুল কাদের আলমাস। এ সময় কাদেরের নেতৃত্বে...