হিন্দুকুশ পাহাড়ের পাদদেশে অবস্থিত আফগানিস্তানে কি ফের জ্বলবে যুদ্ধের আগুন? সম্প্রতি বাগরাম বিমানঘাঁটি নিয়ে তালিবান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হওয়ায় এমন জল্পনাই তুঙ্গে উঠেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাবে তালিবান নেতৃত্ব জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে আগামী ২০ বছর মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত তারা।সম্প্রতি লন্ডনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আমরা বাগরাম ঘাঁটি ফিরে পেতে চাই। আফগানিস্তানের এই অঞ্চলটি কৌশলগত ভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সঙ্গে তিনি দাবি করেন, বাগরাম ঘাঁটি থেকে চিনের পরমাণু কর্মসূচির উপর সরাসরি নজরদারি চালানো সম্ভব। এই বক্তব্যের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন।ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কাবুল। তালিবান সরকারের বিদেশ মন্ত্রকের শীর্ষ...