বেনাপোল ফিশ কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান, ‘রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বৈধভাবে এক কেজি ইলিশও সীমান্ত পার হয়নি।’ বেনাপোল স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, রপ্তানির জন্য রোববার স্থলবন্দরে আসে ইলিশ বোঝাই দুটি ট্রাক। রহস্যজনক কারণে পরে সিদ্ধান্ত বদলে ফিরে যায় তারা।’ বেশি দামে কিনে কম দামে রপ্তানি তাই পাঠানো বন্ধ বলে দাবি করা হলেও খোঁজ নিয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ভারত হয়ে তৃতীয় দেশে ইলিশ পাচারের খবর জানাজানি হওয়ার কারণেই বন্ধ হয়ে গেছে আমদানি-রপ্তানি। বাংলাদেশের রপ্তানিকারকদের কলকাতায় মাছের আড়ত আর ফ্ল্যাট থাকার খবরেও শুরু হয়েছে তোলপাড়। দুই দেশের একাধিক ব্যবসায়ী নিশ্চিত করেছেন বিষয়টি। জানা যায়, বাংলাদেশ থেকে বেশি দামে কিনে কম দামে ভারতে রপ্তানি করা হয়। সেখান থেকে গোপনে তৃতীয় দেশে পাচার করে কয়েকগুণ লাভ করে সিন্ডিকেট। ভারতে রপ্তানি হওয়া ইলিশ...