প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলায় রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসহ অসংখ্য পাহাড়ের চূড়া। এর মধ্যে অন্যতম হলো তাজিংডং বা বিজয় পাহাড় চূড়া। তাজিংডং ভ্রমণ অত্যন্ত অ্যাডভেঞ্চারপূর্ণ। পাহাড়ের আঁকাবাঁকা পথে পথে রোমাঞ্চের হাতছানি। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ভাষায় ‘তাজিং’ অর্থ বড় এবং ‘ডং’ অর্থ পাহাড়। এই দুটি শব্দ থেকে তাজিংডং পর্বতের নামকরণ। সরকারিভাবে এটি ‘তাজিংডং বিজয়’ নামে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসাবে স্বীকৃত। তাজিংডং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। এটি রুমা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। তবে থানচি উপজেলা সদর থেকে বাকলাই সীমান্ত সড়কপথে মাত্র ২২ কিলোমিটার। খুব সহজেই থানচি থেকে যাওয়া যায়। সরকারি হিসাবে তাজিংডং পর্বতের উচ্চতা ১,২৮০ মিটার বা ৪১৯৮.৪ ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত। স্থানীয় বাসিন্দা মংব্রাচিং মারমা বলেন,...