যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা হেনস্তা করেছে এবং হামলার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর সংগঠিত হামলার চেষ্টা ও হেনস্তা শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে। গণহত্যায়...