ডলার মজুত আপৎকালের জন্য পর্যাপ্ত নয়-অর্থ উপদেষ্টা * সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনীর সহায়ক হিসাবে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ওই বৈঠকে আরও ৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া পৃথকভাবে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুটি বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ৪০ হাজারের বেশি বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছি। দেশে ডলার মজুত আপৎকালের জন্য পর্যাপ্ত নয় বলেও তিনি জানান। ক্যামেরা কেনার খরচ সম্পর্কে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন,...