প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ম্যাচে রেয়ালের দাপুটে পারফরম্যান্সের চিত্র মেলে পরিসংখ্যানেও। ৬২ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। লেভান্তের ১১ শটের দুটি লক্ষ্যে ছিল। শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে রেয়াল। তাদের কয়েকটি লক্ষ্যভ্রষ্ট শটের পর ফেদেরিকো ভালভের্দে ও ভিনিসিউসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। ২৮তম মিনিটে ভিনিসিউসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় সফরকারীরা। ভালভের্দের পাস বক্সের ভেতর ডান দিকে পান ভিনিসিউস। তার সামনে দুই দিকে ছিল প্রতিপক্ষের দুই ফুটবলার। তাদের মাঝ দিয়েই দুরূহ কোণ...