পাসপোর্ট ধারণাটি যতটা আধুনিক মনে হয়, এর ইতিহাস আসলে বহু পুরনো। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পারস্য সাম্রাজ্যে ভ্রমণকারীদের জন্য এক ধরনের অনুমতিপত্র দেওয়া হতো, যাকে আজকের পাসপোর্টের পূর্বসূরি বলা যায়। পাসúোর্টের ইতিহাস ও বর্তমান নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব একটি ছোট্ট বই, হাতে ধরলে ওজন হয় মাত্র কয়েক গ্রাম। কিন্তু এর ক্ষমতা এতটাই বড় যে এটি একজন মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারে, আবার সীমান্তে দাঁড় করিয়েও রাখতে পারে। এই বইটির নাম পাসপোর্ট। আমরা অনেক সময় শুধু ভ্রমণের কাগজ হিসেবেই দেখি, অথচ এর ভেতরে রয়েছে শত বছরের আন্তর্জাতিক ইতিহাস, রাজনীতি, এমনকি অর্থনৈতিক শক্তির প্রতিফলন। পাসপোর্ট ধারণাটি যতটা আধুনিক মনে হয়, এর ইতিহাস আসলে বহু পুরনো। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পারস্য সাম্রাজ্যে ভ্রমণকারীদের জন্য এক ধরনের অনুমতিপত্র দেওয়া হতো,...