প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৪০ হাজার ভোটার ছিল। সেখানে কি নির্বাচন সুষ্ঠু হয়নি? ৮০ শতাংশ লোক ভোট দিতে গিয়েছে। এরচেয়ে বড় শান্তিপূর্ণ নির্বাচন ডাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে? তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, খুব ভালো ইলেকশন হবে। আর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৩০-৪০ শতাংশ ভোট কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি নিজে কোনও সার্ভে করিয়েছেন? এরা খুনির একটা দল, খুনি একটা পার্টির ১০ শতাংশ ভোট থাকলে কী আর ১ শতাংশ থাকলে কী। তারা হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার মানুষকে খুন করেছে। আওয়ামী লীগের আমল দেখেন নাই?’মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ কী করতে পারে সেটা...