প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু রায়ানের দৃঢ়তায় বেঁচে যায় লেভান্তে। বিরতির পর অবশ্য ভাগ্যের জোরে তারা ব্যবধান কমায়—একটি ডিফ্লেকশন রিয়াল গোলকিপার কোর্তোয়ার মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে এট্টা আইয়ংয়ের কাছে পৌঁছালে তিনি কাছ থেকে হেড করে গোল করেন। লেভান্তে স্বপ্ন দেখতে থাকে অসম্ভক এক কামব্যাকের।তবে সেই স্বপ্ন দীর্ঘ হয়নি। দ্বিতীয়ার্ধের এক ঘণ্টা পেরোতেই পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। কিছুক্ষণের মধ্যেই আবার জালের দেখা পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি সুপারস্টার, নিশ্চিত করেন মাদ্রিদের দাপুটে জয়।বিনা মূল্যে ভিনিকে বিদায় জানাতেও আপত্তি নেই রিয়ালের!ছয় ম্যাচে ছয় জয় নিয়ে লিগ তালিকায় শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ। সামনে অপেক্ষা মাদ্রিদ ডার্বি, যেখানে এই দুর্দান্ত ফর্ম ধরে রাখাই হবে আলোনসোর দলের বড় লক্ষ্য। তবে সেই স্বপ্ন দীর্ঘ হয়নি। দ্বিতীয়ার্ধের এক ঘণ্টা পেরোতেই পেনাল্টি থেকে...